Wednesday, 18 January 2017

|| মিত্র-মুস্তাফি ও বীরনগর ||



উলা বা বীরনগরের ইতিহাস জানতে হলে আমাদের পেছাতে হবে মোটামুটি ৩৬০ বছর। সালটা ১৬৫৭ যখন শান্তিপুরের 'গুরুমহাশয়' মোহন মিত্র এবং তার আরও চার ভাই টেকা থেকে উলাতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তখন উলা ছিল হুগলী নদীর পূর্ব তীরের এক ছোট্ট ও অপরিচিত গ্রাম। উলাতে সব থেকে পুরনো যে মন্দিরের খোঁজ পাওয়া যায় সেটা হল মিত্র-মুস্তাফি বাড়ির উত্তর-পূর্ব দিকে অবস্থিত বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন "ছোট মিত্র" বা পণ্ডিত মোহন মিত্রের ছোট ভাই কাশীশ্বর মিত্র। যদিও মন্দিরের হাল এখন খুবই খারাপ। স্থানীয় ছেলে মেয়েরা এখানে ভূত থাকে বলে জানে। তবুও এই ধ্বংসপ্রায় মন্দিরের কিছু ছবি সংগ্রহ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি কারণ বর্তমানে মন্দিরটির যা অবস্থা তাতে মন্দিরের নামে এই ধ্বংসাবশেষ আর কত দিন নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে তা ভাববার বিষয়।
.


মিত্র বংশের খ্যাতি ও মর্যাদা চরম পর্বে পৌঁছায় রামেশ্বর মিত্রের সময়ে। রামেশ্বর মিত্র ছিলেন পণ্ডিত মোহন মিত্রের ছেলে। এক কথায় খুব শিক্ষিত ও সম্মানীয় ব্যক্তি। তখন ভারতের রাজ করছেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। বাংলার গভর্নর পদে ঔরঙ্গজেবের মামা শাইস্তা খান। রামেশ্বর মিত্র বাংলার নবাব মুর্শিদকুলী খাঁ ও শাইস্তা খানের কোষাধ্যক্ষ আবার হিসাবরক্ষকও ছিলেন। ১৭০৪ সালে নিজের কাজের পারদর্শিতার জন্যে সরাসরি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে 'মুস্তাফি' উপাধি লাভ করেন সাথে সাথে স্মারকচিহ্ন হিসাবে একটা সোনার পাঞ্জাও উপাহার পান। বর্তমানে 'মুস্তাফি' উপাধিটা থেকে গেলেও স্মারকচিহ্নটি কার কাছে বা কোথায় আছে সেটা জানা যায়না। ১৬৮৪ তে এক অপরূপ চণ্ডীমণ্ডপ তৈরি করেন রামেশ্বর মিত্র মুস্তাফি। শোনা যায় যে এই চণ্ডীমণ্ডপের সৌন্দর্য দেখতে অনেক দূর দূর থেকে লোকে আসত। সেই সৌন্দর্যের নজির এখনও পাওয়া যায় নবনির্মিত চণ্ডীমণ্ডপের ভেতরে রাখা সেই সময়ের তৈরি বিনষ্ট প্রায় কাঠের স্থাপত্য দেখে। রামেশ্বর মিত্র মুস্তাফির আর এক সৃষ্টি হল মিত্র-মুস্তাফি বাড়ির রাধা-কৃষ্ণ মন্দির। তখন বাংলায় 'একবাংলা' বা 'দোচালা' মন্দিরের চল ছিল। ১৬৯৪ সালে রামেশ্বর তৈরি করান জোড়া বাংলা স্টাইলের রাধা-কৃষ্ণ মন্দির যা শুধু তখনকার দিনেই নয় এখনও খুব কম দেখা যায় বাংলাতে। এখানে জোড়া বাংলা স্টাইলের সম্পর্কে কিছু বলে রাখা দরকার। মুস্তাফিদের এই রাধা-কৃষ্ণের মন্দির ছাড়া পশ্চিমবঙ্গের একমাত্র বিষ্ণুপুরে এই জোড়া বাংলা স্টাইলের মন্দির দেখা যায় যা ১৬৫৫ সালে তৈরি করেন মল্লভুমের রাজা রঘুনাথ সিংহ দেব। সাধারণত ২ টি দোচালা ঘর পাশাপাশি তৈরি করে এই স্টাইলের মন্দির নির্মাণ করা হত। সামনের দোচালা ঘরটি হল অলিন্দ বা নাটমন্দির আর পেছনের দোচালা ঘরটি হল মন্দিরের গর্ভগৃহ। এক কথায় বাংলার এক অনন্য নির্মাণকৌশল।


পরবর্তী কালে মিত্র-মুস্তাফি পরিবার ভেঙ্গে যায় ৩ ভাগে। রামেশ্বরের জ্যেষ্ঠ পুত্র বা রঘুনন্দন মিত্র মুস্তাফি ১৭০৮ সালে চলে আসেন হুগলী নদীর পশ্চিম পারের শ্রীপুরে, চতুর্থ পুত্র বা অনন্তরাম মিত্র মুস্তাফি ১৭১২ সালে চলে আসেন হুগলী নদীর পশ্চিম পারেরই সুখরিয়াতে আর বাকি পরিবার থাকতে লাগেন উলা বা বিরনগরেই। পরবর্তীকালে ১৭৪৪ সালে মিত্র-মুস্তাফি বংশের শিবরাম মুস্তাফি বীরনগরে তৈরি করান দ্বাদশ শিব মন্দির।


মিত্র-মুস্তাফি পরিবারের থেকে কিছুটা বেরিয়ে এবার আসা যাক এক অন্য প্রশ্নে, বীরনগরের নামকরণের কারণ কি? উত্তর ২ টো আছে।
মিথ ১: অনেকের মতে ১৮ শো শতকের মাঝামাঝি সময় বৈদ্যনাথ এবং বিশ্বনাথ নামে ২ কুখ্যাত ডাকাত ও তাদের দলবল হামলা করে উলার মহাদেব মুখার্জী নামে এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে। কিন্তু মহাদেব মুখার্জীর পরিকল্পনা ও বীর বিক্রমের কাছে তারা হেরে যায়। দুই ডাকাত সর্দার বৈদ্যনাথ এবং বিশ্বনাথের মৃত্যু হয়। বাকি ডাকতদের জেল হয় ও পরবর্তীকালে মৃত্যুদণ্ড হয়।
মিথ ২: আবার নদীয়া জেলা গেজেট অনুযায়ী ১৮৩৫ সালে মিত্র-মুস্তাফি বংশের আনন্দীনাথ মিত্র মুস্তাফি কুখ্যাত ডাকাত শিবেশানীকে হত করেন।
মহাদেব মুখার্জীর বীরত্বের কারণেই হোক বা আনন্দীনাথ মিত্র মুস্তাফির বীরত্বের কারণেই হোক তৎকালীন ইংরেজ কর্তারা উলার নাম রাখেন বীরনগর।
আজ এই একবিংশ শতাব্দীর আধুনিকতার ধাক্কায় বীরনগর অনেকটাই ম্লান। কালের স্রোতে অনেক নিচে তলিয়ে গেছে মিত্র-মুস্তাফিদের সৃষ্টি। যেমন বৃষ্টি শেষ হওয়ার পর মাটির বুকে বৃষ্টির দাগ কেউ মনে রাখে না তেমনই বীরনগর আজ উপেক্ষিত, অবহেলিত।

তথ্য সংরহঃ
1. http://wikipediaaudio.com/Draft:Mitra_Mustafi_Family_History
2. http://double-dolphin.blogspot.in/…/the-mitra-mustafis-of-s…
3. http://www.aishee.org/essays/classification.php
4. http://www.indianetzone.com/43/architecture_west_bengal.htm
5. https://rangandatta.wordpress.com/…/ula-birnagar-forgotten…/
6. http://en.banglapedia.org/index.php…
7. https://monmastul.wordpress.com/…/%E0%A6%B6%E0%A7%8D%E0%A6…/
8. http://templenet.com/encbeng1.html
9. http://www.somensengupta.com/Birnagar.html
10. https://www.geni.com/…/Rameshwar-Mustafi/6000000009375880181
11. https://en.wikipedia.org/…/Draft:Mitra_Mustafi_Family_Histo…
12. http://templesofbengal.blogspot.in/…/temples-of-bengal-in-b…
13. https://en.wikipedia.org/wiki/Jor-bangla
14. https://en.wikipedia.org/wiki/Do-chala

No comments:

Post a Comment