Sunday, 31 January 2016

|| কর্তাভজা সম্প্রদায় ও সতী মায়ের মন্দির ||

কর্তাভজা পশ্চিমবঙ্গের এক বিশেষ প্রকার ধর্মীয় সম্প্রদায়। কর্তাভজা ধর্ম বা কর্তাভজা মতের শুরু আউলচাঁদের থেকে। আউলচাঁদের জন্ম ইংরেজির ১৬৮৬ খ্রিস্টাব্দে। আউলচাঁদের ২২ জন শিষ্যের মধ্যে প্রধান ৮ জন শিষ্য রামশরণ পালের নেতৃত্বে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ঘোষপাড়ায় প্রতিষ্ঠা করেন কর্তাভজা ধর্মের অন্যতম পীঠস্থান, যা পরবর্তী সময়ে সতী মায়ের মন্দির নামে সবার কাছে পরিচিত। রামশরণ পালের স্ত্রীর নাম সরস্বতী, যার নামেই এই মন্দির- "সতী মায়ের মন্দির"(সরস্বতী-র প্রথম অক্ষর '' আর শেষ অক্ষর 'তী')। যিনি রামশরণ পালের মৃত্যুর পর কর্তাভজা সম্প্রদায়কে দিশা দেন।













========================
তথ্য: গভীর নির্জন পথে- সুধীর চক্রবর্তী এবং উইকিপিডিয়া।

No comments:

Post a Comment