Saturday, 30 January 2016

কীভাবে পোস্ট করবেন



প্রথমে sign in আপশনের ঠিক আগে চিহ্নটাতে ক্লিক করুন


 Blogger - অপশনে ক্লিক করুন


Sign In করুন



এই ছবিটা এলে এই অপশানে ক্লিক করে Post কথাটায় ক্লিক করুন। নচেৎ পরের ছবিটায় সরাসরি এলে 'New Post' অপশনে ক্লিক করুন

'New Post' অপশনে ক্লিক করুন
 

'Compose' অপশনে ক্লিক করুন


উদ্দিষ্ট জায়গাটিতে আপনার লেখা দিন/টাইপ করুন 
 


লাল অংশে যদি আপনি যে বিষয় নিয়ে লিখছেন সেটা যদি আগে থেকেই দেখা যায় তাহলে সেখানে ক্লিক করবেন, করে Done করবেন

না এলে কালো তীরচিহ্ন দিয়ে দেখানো অংশে বিষয়টি টাইপ করে Done করবেন

ছবি যোগ করার ক্ষেত্রে, প্রথমে লেখার যে অংশে ছবি দিতে চান সেই অংশে ক্লিক করবেন। তারপর যে জায়গাটিতে বাদামী চিহ্ন আছে সেই জায়গায় ক্লিক করবেন 


কম্পিউটার থেকে ছবির ফাইল সিলেক্ট করুন। OK করলে ছবি আপলোড হয়ে যাবে। তারপর ছবিটাকে সিলেক্ট করে Add Selected অপশনে ক্লিক করলেই ছবি নির্ধারিত জায়গায় যুক্ত হয়ে যাবে।


প্রয়োজনমতো ছবিটিকে এডিট/ডিলিট করতে পারেন


Post অপশনে ক্লিক করলেই আপনার লেখা পোস্ট হয়ে যাবে। http://sudhalayforum.blogspot.in -এ ক্লিক করে মূল পেজে লেখাটা এসেছে কি না দেখে নিন।


কোন সমস্যা হলে আমাদের মেইল করুন

No comments:

Post a Comment